বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৫

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-23 17:24:13

লেবাননের বৈরুতের একটি উপ-শহরে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে তিন শিশু ও সাত নারী রয়েছে। নিহত তিন শিশুর বয়স চার, ছয় ও ১০ বছর।

এতে আরও বলা হয়েছে, ‘টানা তৃতীয় দিনের মতো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন। মৃতদেহের পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এর আগে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানী রাজধানী বৈরুতের দাহিয়া জেলায় ইসরায়েলি বিমান হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে। এতে ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন শীর্ষ সামরিক কমান্ডারসহ ১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬৬ জন। নিহতদের মধ্যে ইব্রাহিম আকিল ছাড়া বাকি ১১ জনের ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও খবর