মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল ছয় মাস

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-31 23:51:16

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে জান্তা সরকার। টানা ৩ বছরের জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার দিনে এই ঘোষণা দেয় জান্তা কর্তৃপক্ষ। বুধবার (৩১ জুলাই) এ সম্পর্কিত ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তার পরিস্থিতি ফিরিয়ে আনতে তার সরকারের আরও সময় প্রয়োজন।

এদিকে নতুনভাবে জরুরি অবস্থার জারির ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন আবারও পিছিয়ে যাবে।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল মিয়ানমারে সামরিকবাহিনী। এই ঘটনায় মিয়ানমারজুড়ে জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করে।

সেই দমনপীড়নের জবাবে গণতন্ত্রপন্থী নেতা মিলে গঠন করেন জাতীয় ঐক্যের সরকার। সেই সরকারের ছত্র ছায়ায় মিয়ানমারে জান্তার বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র লড়াই। সেই লড়াইয়ে যোগদেয় দেশটির বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। যারা সীমান্ত অঞ্চল গুলোতে একের পর এক জান্তা বিরোধী সফল সশস্ত্র অভিযান পরিচালনা করে আসছে।

এ পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে মিন অং হ্লাইং বলেন, ২০২৫ সালের সম্ভাব্য নির্বাচনের জন্য ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য দেশব্যাপী একটা আদমশুমারি করা প্রয়োজন। এজন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর