ভারতের জম্মু ও কাশ্মিরে রহস্যজনক বিস্ফোরণ: নিহত ৪

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-29 18:01:17

ভারতের প্রাদেশিক রাজ্য জম্মু ও কাশ্মিরের এক শহরে রহস্যজনক বিস্ফোরণে ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ জুলাই) ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার বিকেলে জম্মু ও কাশ্মিরের সোপুর শহরে রহস্যজনক এক বিস্ফোরণ ঘটে। এতে ৪ জন নিহত হয়েছেন।

খবরে আরো বলা হয়, বিস্ফোরণে আহত ৪ জনকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরেকজনকে শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাজির আহমেদ নাদরু, আজম আশরাফ মির, আদিল রশিদ ভাট এবং আবদুল রশিদ ভাট। তারা সবাই স্থানীয় সোপুর এলাকার স্থানীয় বাসিন্দা।

বিস্ফোরণের বিষয়ে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি এখনো জানা যায়নি। তদন্তের পর এর বিস্তারিত জানা যাবে।

কাশ্মির উপত্যকার সোপুর এলাকায় স্বাধীনতাকামীদের প্রায়ই সহিংসতা চালাতে দেখা যেতো। কিন্তু ৪ বছর ধরে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কাশ্মিরের কট্টর স্বাধীনতাকামী রাজনৈতিক দলের নেতা প্রয়াত সৈয়দ আলী জ্বিলানির বাসভবন সোপুরে অবস্থিত।

এ সম্পর্কিত আরও খবর