চীনের মধ্যাঞ্চলে ভূমিধস, নিহত ১১

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-07-29 09:00:53

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যায় সৃষ্ট ভূমিধসে স্থানীয় একটি গেস্টহাউস ধসে পড়ায় ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে।

রোববার (২৮ জুলাই) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এএফপি প্রাথমিকভাবে ১৮ জনের মাটির নিচে চাপা পড়ার কথা জানিয়েছিল। রেববার বিকেল পর্যন্ত সেখান থেকে ১১টি মৃতদেহ এবং জীবিতাবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে। জীবিত সকলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এএফপির খবর অনুযায়ী, একটি পাহাড়ে আকস্মিক বন্যার কারণে এ ভূমিধসের ঘটনা ঘটে। ২৪০ জনেরও বেশি জরুরী কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

রাষ্ট্র-চালিত বেইজিং ইয়ুথ ডেইলি প্রকাশিত এক ভিডিও ফুটেজে একটি সবুজ পাহাড়ের ধার থেকে কাদামাটি এবং ধ্বংসাবশেষ সরাতে দেখা যাচ্ছে এবং একটি উপড়ে পড়া গাছ একটি তিনতলা ভবনের সামনে পড়ে আছে।

চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করার পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণ-পশ্চিমে আকস্মিক বন্যায় এ মাসের শুরুতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।

মে মাসে কয়েকদিনের বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে বড় ধরনের ভাঙ্গনের ঘটনায় ৪৮ জনের প্রাণহানি ঘটে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়াজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বারবার ঘটতে দেখা যাচ্ছে এবং এ ধরনের দুর্যোগ ক্রমেই বাড়ছে।

এ সম্পর্কিত আরও খবর