যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-হামাস : জো বাইডেন

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-07-13 16:05:24

ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রয়টার্স জানিয়েছে, বাইডেন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কীভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে যায়, তার জন্য ছয় সপ্তাহ আগে আমি একটি বিস্তৃত প্রস্তাব তৈরি করেছিলাম। এখনো কাজ কিছু বাকি আছে এবং সেগুলো জটিল বিষয়। তবে সেই প্রস্তাবে এখন ইসরায়েল এবং হামাস উভয়ই সম্মত হয়েছে। সমঝোতার দায়িত্ব দেওয়া আমার টিম অগ্রগতি অর্জন করেছে এবং আমি এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

বাইডেন বলেন, গত মে মাসের শেষের দিকে মার্কিন প্রস্তাবিত প্রস্তাবের প্রতি হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর গাজা সংঘাতের পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা আয়োজন সম্ভব হয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধ বিধ্বস্তদের সহায়তার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তহবিল রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১২ জুলাই) সংস্থাটির প্রধান একটি দাতা সম্মেলনে বলেছেন, ‘ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কাছে যে পরিমাণ তহবিল রয়েছে তা দিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যাবে। কিন্তু এরপর আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে।’ তাই দাতাগোষ্ঠীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৩ জুলাই) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই সম্মেলনে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ‘ইউএনআরডব্লিউএ-এর কিছু সংখ্যক কর্মচারী হামাসের হামলায় অংশ নেওয়ার ব্যাপারে জানুয়ারিতে ইসরায়েলি অভিযোগের পর বেশ কয়েকটি দেশ অর্থায়ন বন্ধ করে দেওয়ার ঘটনায় আমরা এজেন্সির উপর আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছি।’

লাজারিনি আরো বলেছেন, তহবিলের নতুন প্রতিশ্রুতি সেপ্টেম্বর পর্যন্ত জরুরি কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে।

গুতেরেস ইউএনআরডব্লিউএ-এর সহায়তা না পেলে ফিলিস্তিনিরা একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হারাবে বলে সতর্ক করে দিয়ে ইউএন এজেন্সিকে তহবিল দেওয়ার জন্য দাতাদের কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, গাজায় উদ্বাস্তুদের জন্য ইউএনআরডব্লিউএ’র এর কোন বিকল্প নেই। যুদ্ধে ইউএনআরডব্লিউএ’র ১৯৫ জন কর্মী নিহত হয়েছে। যা জাতিসংঘের ইতিহাসে কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এ সম্পর্কিত আরও খবর