গাজায় ইসরায়েলের হামলায় চিকিৎসক বাবা-ছেলে নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-12 15:02:57

ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই চিকিৎসক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নিহত ড. মুহাম্মাদ নিমর কাজাত ও ড. ইউসেফ সম্পর্কের দিক থেকে পিতা ও পুত্র ছিলেন। 

রোববার (১২ মে) বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি হামলা নিহত চিকিৎসক মুহাম্মদ নিমর কাজাত এবং তার ছেলে চিকিৎসক ইউসেফের মরদেহ উদ্ধার করে তাদেরকে দেইর আল-বালাহতে আল-আকসা মারটিয়ার্স হসপিটালে স্থানান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় শিশু চিকিৎসক ও সার্জন মুহাম্মাদ নিমর কাজাত (৭২) ও তার ছেলে দন্তচিকিৎসক ইউসেফসহ (৩৩) আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার হাত থেকে বাঁচতে গাজা শহর থেকে পালিয়ে দেইর আল বালাহ এসেছিলেন বাবা-ছেলে। 

ফিলিস্তিনি অর্থোপেডিক সার্জন ড. ফাদেল নাঈম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, কাজাত ছিলেন গাজা উপত্যকায় শিশুদের সার্জারির অন্যতম প্রতিষ্ঠাতা।

এ সম্পর্কিত আরও খবর