নিজেদের জয়ী ঘোষণা ইমরান-নওয়াজ উভয়েরই

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-10 11:12:37

পাকিস্তানের নির্বাচনে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর প্রধান নওয়াজ শরিফ এবং তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর নেতা ইমরান খান উভয়ই নিজেদের বিজয়ী দাবি করেছেন। এ পর্যন্ত যত আসনের যে ফলাফল প্রকাশ হয়েছে, তার ভিত্তিতেই এ দাবি জানাচ্ছেন দুই সাবেক প্রধানমন্ত্রী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) পৃথক পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ২৪৫টি আসনের ফলাফল জানা গেছে। সেখানে দেখা গেছে, ৯৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পিটিআই, ৬৯টি আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএলএন। অন্যদিকে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

২৪৫টি আসনের ফলাফল প্রকাশের পর শুক্রবার রাতে লাহোরে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন নওয়াজ শরিফ। সেই ভাষণেই পিএমএলএনের বিজয় ঘোষণা করেন ৭৪ বছর বয়সী এই নেতা।

নওয়াজ বলেন, ‘আজ আরও একবার প্রমাণিত হলো যে একক দল হিসেবে পাকিস্তান মুসলিম লীগ দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখন আমাদের দায়িত্ব হলো— নানান সংকটের যে ঘূর্ণিতে বর্তমানে আমাদের দেশ রয়েছে, সেখান থেকে পাকিস্তানকে উদ্ধার করা।’

নিজ বক্তব্যে পিটিআইয়ের নাম উল্লেখ না করে দলটির বিজয়ী প্রার্থীদের পিএমএলএনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন নওয়াজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী, যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে পিএমএলএনের পক্ষ থেকে তাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য দাওয়াত দিচ্ছি। পাকিস্তান বর্তমানে ব্যাপক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই দেশকে নিজের পায়ে দাঁড় করাতে হলে তাদের অংশগ্রহণ প্রয়োজন।’

এদিকে নওয়াজ শরিফের ভাষণ প্রদানের অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের একটি অডিও-ভিজ্যুয়াল রেকর্ড পোস্ট করে পিটিআই। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) সহায়তায় প্রস্তুত করা সেই ভিডিওতে ৭১ বছর বয়সী এই নেতাকে বলতে শোনা যায়, ‘আমার প্রিয় পাকিস্তানবাসী, আমি আপনাদের ওপর আস্থা রেখেছিলাম এবং দলে দলে ভোট প্রদানের মাধ্যমে আপনারা সেই আস্থার সম্মান জানিয়েছেন। যেভাবে আপনারা পিটিআইকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, তা সবাইকে স্থম্ভিত করে দিয়েছে।’

নওয়াজ শরিফ এবং তার ভাই হামজা শরিফকে কটাক্ষ করে ভিডিওতে তিনি আরও বলেন, ‘লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। নওয়াজ শরিফ সবসময়ই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এবারও (পিএমএলএনকে বিজয়ী ঘোষণা করার মাধ্যমে) তিনি তা ই করছেন। তারা আমাদের চেয়ে এখনও ৩০টি আসন পিছিয়ে আছে, অথচ দাবি করছে যে তারা বিজয়ী হয়েছে।’

ইমরান খান আরও বলেন, ‘পাকিস্তানবাসী, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গত দুই বছর ধরে আপনাদের ওপর যে নির্যাতন হয়েছে, তার জবাব আপনারা দিয়েছেন। এখন আপনারা উদযাপন করুন।’

 

এ সম্পর্কিত আরও খবর