ইউক্রেনকে অব্যাহত সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেবেন ইইউ নেতারা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-30 20:00:42

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের খসড়ার উপসংহার অনুসারে, ইউক্রেনকে সময়োপযোগী এবং টেকসই সামরিক সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার জন্য আগামী বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করবেন ইইউ নেতারা।

ইইউ শীর্ষ সম্মেলনের খসড়া অনুসারে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের জন্য গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার জন্য জরুরি প্রয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় কাউন্সিল।

ওই খসড়া অনুযায়ী, ইইউ নেতারা বৃহস্পতিবার ইউক্রেনের সাহায্যে আরও ৫ বিলিয়ন ইউরো একটি তহবিলে রাখার প্রতিশ্রুতি দেবেন বলে জানা গেছে।

ইইউ সদস্যরা ইউক্রেনে সামরিক সহায়তায় তহবিলের ভূমিকার ভবিষ্যত নিয়ে কয়েক মাস ধরে মতবিরোধের মধ্য দিয়ে যাচ্ছিল।

এমত অবস্থায় জার্মানি পরামর্শ দিয়েছে যে, এখন পৃথক মতের ইইউ দেশগুলো থেকে চোখ সরিয়ে দ্বিপাক্ষিক সহায়তার দিকে ফোকাস করা উচিত।

তবে ৫ বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি এখনও আলোচনার বিষয় বলে জানিয়েছে এএফপি।

ব্রাসেলসে আগামী বৃহস্পতিবারের শীর্ষ সম্মেলনের মূল বিষয় হবে চার বছরে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরো মূল্যের একটি আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে চুক্তিতে পৌঁছানো।

এ সম্পর্কিত আরও খবর