ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে ওমানের জাতীয় উড়োজাহাজ সংস্থা ওমান এয়ার। এখন থেকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ওমান এয়ারের প্লেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে চলবে তাদের প্লেন।
ওমান এয়ার এক বিবৃতিতে বলেছে, তারা ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে তাদের কার্যক্রম বাতিল করেছে কিন্তু পাকিস্তানি শহর শিয়ালকোটকে তারা তাদের নেটওয়ার্কে যুক্ত করেছে।
সোমবার (২৯ জানুয়ারি) ওমান এয়ারের বিবৃতির বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওমান এয়ারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় রুটে কিছু ফ্লাইট কমানো হলেও, ওমান এয়ার লক্ষ্ণৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে, ওমানের সালামএয়ার পাঁচটি প্রধান ভারতীয় শহর- হায়দ্রাবাদ, কালিকট, জয়পুর, ত্রিভান্দ্রম এবং লক্ষ্ণৌতে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। ফ্লাইটগুলি "ভারতে ফ্লাইট অধিকার বরাদ্দের সীমাবদ্ধতার কারণে" বন্ধ করা হয়েছিল।
উপসাগরীয় দেশগুলি এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে বিমান রুটগুলি তাদের কম দূরত্বের কারণে ব্যস্ততম থাকে এবং সেইসাথে আরব উপসাগরীয় দেশগুলিতে প্রচুর সংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন।