চীনের মধ্যাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে একটি দোকানে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে শিনিউ শহরের একটি ভবনের বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়।
চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টা ২৪ মিনিটে জিয়াংসির সিনওয়েতে গ্রাউন্ড লেভেলের নিচের একটি দোকানে আগুন লাগে। এখন পর্যন্ত এ অগ্নি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ জন। অন্যান্যরা এখনো দোকানের ভেতর আটকে আছেন।’
প্রেসিডেন্ট শি জিনপিং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং দেশে এই ধরনের মারাত্মক ঘটনাগুলির "সংকল্পবদ্ধ নিয়ন্ত্রণ" করার জন্য একটি তদন্তের আহ্বান জানিয়েছেন।
কিছু দিন আগে মধ্য হেনান প্রদেশের একটি স্কুল ছাত্রাবাসে আগুন লেগে ১৩ শিশু মারা যাওয়ার পরই আবার বুধবারের এই আগুন লাগার ঘটনা ঘটলো।