শ্রীলঙ্কায় আততায়ীর গুলিতে দেশটির এক রাজনৈতিক দলের নেতা সোমবার (২২ জানুয়ারি) নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স
এ সময় তার সঙ্গে থাকা অন্য চারজনও নিহত হন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ‘আওয়ার পাওয়ার অফ পিপল পার্টির চেয়ারম্যান সামান পেরেরাকে হত্যার উদ্দেশ্যটি এখনও অস্পষ্ট। তবে তিনি আক্রমণের মূল লক্ষ্য বলে মনে হচ্ছে।’
প্রসঙ্গত, শ্রীলঙ্কার ২২৫ সদস্যের আইনসভায় পেরেরার দলের একটি আসন রয়েছে, যদিও তিনি নিজে সংসদ সদস্য ছিলেন না।
রাজধানী কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণের শহর বেলিয়াত্তাতে তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, তার গাড়ি রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় থামলে একটি পিকআপ ট্রাকে থাকা আততায়ীরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে, তারা পেরেরা এবং স্থানীয় এক অপরাধ চক্রের নেতার মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে অবগত রয়েছেন।
শ্রীলঙ্কায় সেনা সমর্থিত পুলিশ দেশব্যাপী অপরাধ বিরোধী অভিযান পরিচালনা করার সময় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটলো।
পুলিশ বলেছে, ওই অভিযানের ফলে অপরাধের তীব্র হ্রাস পেয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক পুলিশ অভিযানের সমালোচনা করে বলেছেন, ‘ওই অভিযান নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, তল্লাশি এবং ওয়ারেন্ট ছাড়াই তল্লাশিসহ একাধিক অপব্যবহারের জন্য দায়ী।’
দেশটির জননিরাপত্তা মন্ত্রী তিরান অ্যালেস গত সপ্তাহে কলম্বোতে সাংবাদিকদের বলেছিলেন, তিনি ওই অভিযোগে বিশ্বাসী নন।