আঞ্চলিক নিরাপত্তার হুমকি মোকাবিলায় সামরিক সক্ষমতা বাড়াতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০০টি দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে জাপান।
এনডিটিভি জানিয়েছে, বর্তমান সময়ে ক্রমবর্ধমান চীনা সামরিক শক্তি এবং একটি পারমাণবিক সশস্ত্র উত্তর কোরিয়ার মুখোমুখি জাপান সরকার ২০২৭ সালের মধ্যে তার প্রতিরক্ষা ব্যয়কে দ্বিগুণ করার পরিকল্পনা করেছে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে ১,৬০০ কিলোমিটার পাল্লার দুই ধরনের টমাহক বিক্রির দাম ২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছিল ওয়াশিংটন।
টোকিওতে চুক্তি স্বাক্ষরের পর বৃহস্পতিবার জাপানের এক প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি স্বাক্ষরের উপসংহারে টমাহক ক্ষেপণাস্ত্র সংগ্রহ শুরু হবে। প্রতিরক্ষা বাজেটের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে শক্তিশালী করবো।’
জাপান গত বছরের এপ্রিলে চলতি অর্থবছরের জন্য ৫৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করে।
জাপানের যুদ্ধোত্তর শান্তিবাদী সংবিধান রয়েছে, কিন্তু গত বছর দেশটি মূল নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি আপডেট করেছে।
এক সংবাদ সম্মেলনে বুধবার জাপানের নতুন প্রতিরক্ষা পদক্ষেপের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েল।