ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত ৪০

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-08 18:00:08

মধ্য ও পূর্ব ইউক্রেনের শহরগুলোতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওই হতাহতের খবর নিশ্চিত করেছেন কিয়েভের কর্মকর্তারা।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে একটি পুলিশ ভবনে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার উদ্ধারকারীরা আহত আরও তিনজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করেছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে এনডিটিভি।

ঘটনাস্থল থেকে ইগর ক্লাইমেনকো যে ছবিগুলো শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছেন এবং ভবনটির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হচ্ছে।

রাশিয়ার শুক্রবারের হামলায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে বলে জানিয়েছেন শহর প্রশাসনের প্রধান অলেক্সান্ডার ভিলকুল।

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

অন্যদিকে, দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে রকেট হামলায় আহত হয়েছেন একজন।

জাপোরিঝিয়ার স্থানীয় প্রশাসনের প্রধান ইউরি মালাশকো বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় জাপোরিঝিয়া অঞ্চলের ২৯টি শহর ও গ্রামে রাশিয়ার ৯৩টি আক্রমণ রেকর্ড করা হয়েছে।’

এর আগে, ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

ওই ঘটনায় ‘রাশিয়ার দৌরাত্ম্যকে তাড়াতাড়ি পরাজিত করতে হবে’ বলে মন্তব্য করেছিলেন জেলেনেস্কি।

আক্ষেপ প্রকাশ করে জেলেনস্কি আরও বলেছিলেন, ‘কোনও ভুল না করেও প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।

এ সম্পর্কিত আরও খবর