রাশিয়া, বেলারুশ, ইরানের আমন্ত্রণ বাতিল করলো নোবেল ফাউন্ডেশন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-03 22:46:04

নোবেল ফাউন্ডেশন শনিবার (২ সেপ্টেম্বর) বলেছে, তারা সুইডেনের স্টকহোমে এই বছরের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরানের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তটি বাতিল করেছে।

নোবেল ফাউন্ডেশনের বরাতে রয়টার্স জানিয়েছে, ওই দেশগুলোকে আমন্ত্রণ জানানোর পদক্ষেপটি বিশ্বব্যাপী বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করায় তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন।

নোবেল ফাউন্ডেশন বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশয়ান এবং ইরানের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, বিক্ষোভে দমনের ক্ষেত্রে তেহরান দমন-পীড়ন নীতি গ্রহণ করায় ইরানের রাষ্ট্রদূতের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে তারা।

ফাউন্ডেশন শনিবার বলেছে যে, ওই দেশগুলোকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নোবেল পুরস্কারের মূল্যবোধ এবং বার্তাগুলোর সঙ্গে সাংঘর্ষিক।

ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘অতএব, আমরা নিয়মিত অনুশীলনের জন্য গত বছরের ব্যতিক্রমের পুনরাবৃত্তি বেছে নিয়েছি এবং রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতদের স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর