‘সারমত শত্রুদের হুমকি সম্পর্কে দুইবার ভাবতে বাধ্য করবে’

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-02 18:20:06

ইউক্রেন যুদ্ধের এই পর্যায়ে দাঁড়িয়ে উন্নত প্রযুক্তির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমত মোতায়েন করেছে রাশিয়া।

এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে মস্কোর শত্রুদের অব্যাহত হুমকি সম্পর্কে দুইবার ভাবতে বাধ্য করবে।

আল-জাজিরা জানিয়েছে, রাশিয়ার স্পেস এজেন্সি রোসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছেন, সারমত ক্ষেপণাস্ত্র যুদ্ধের দায়িত্ব গ্রহণ করেছে।

রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদনেও শুক্রবার (১ সেপ্টেম্বর) একই কথা বলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা তাস রসকসমস প্রধানকে উদ্ধৃত করে বলেছে, বিশেষজ্ঞদের অনুমানের উপর ভিত্তি করে আরএস-২৮ সারমত ১০ টন পর্যন্ত ওজনের একটি মিরভেদ ওয়ারহেড নিয়ে বিশ্বব্যাপী যেকোনও স্থানে আঘাত হানতে সক্ষম৷

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি শুক্রবার (১ সেপ্টেম্বর) বলেছেন, রাশিয়া সারমতকে যুদ্ধের প্রস্তুতির উপর রেখেছিল, এমন রিপোর্ট নিশ্চিত করার মতো অবস্থানে তিনি নেই।

এদিকে, পুতিন গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, সারমত রাশিয়ার অস্ত্রাগারের বেশ কয়েকটি উন্নত অস্ত্রের মধ্যে একটি, যা শিগগিরই মোতায়েনের জন্য প্রস্তুত করা হবে।

২০২২ সালে রাশিয়ার সেনারা ইউক্রেন আক্রমণ করার প্রায় দুই মাস পরে পুতিন বলেছিলেন, ‘সারমত বহিরাগত হুমকি থেকে বিশ্বস্তভাবে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং শত্রুদের আমাদের দেশকে হুমকি দেওয়ার ক্ষেত্রে দুইবার ভাবতে বাধ্য করবে।’

সারমত হল একটি ভূগর্ভস্থ ব্যবস্থাপনাভিত্তিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, এটি ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, এটির বহন ক্ষমতা ১০টি ওয়ারহেড বলে অনুমান করছে তারা।

ন্যাটোর সামরিক মিত্রদের কাছে এটি কোডনাম ‘শয়তান’ হিসাবে পরিচিত।

২০০ টনেরও বেশি ওজনের সারমতের পরিসর প্রায় ১৮ হাজার কিলোমিটার, যা রাশিয়ার পুরানো প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়েছিল। রাশিয়া ২০২২ সালের এপ্রিলে দেশের প্লেসেটস্ক অঞ্চলে সারমত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

এ সম্পর্কিত আরও খবর