আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক কথিত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ব্যক্তি বার্তা সংস্থা ব্লুমবার্গকে জানায়, অক্টোবরে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশগ্রহণের জন্য পুতিনের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন। তাঁদের মধ্যে একজন বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে পুতিন এ সিদ্ধান্ত নিয়েছেন।