মাঝ-আকাশে ইউক্রেনের দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ৩ পাইলট নিহত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:35:44

ইউক্রেনে মাঝ আকাশে প্রশিক্ষণরত দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে দেশটির ৩ পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আন্দ্রি পিলশচিকভ নামে খ্যাতনামা একজন পাইলট রয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী পাইলটদের মৃত্যুকে দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছে। জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলে দুটি এল-৩৯ বিমানে প্রশিক্ষণ চলছি। ওই সময় ঘটনাটি ঘটে।

বিমান দুর্ঘটনার পেছনে ফ্লাইট পরিচালনায় যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে জাইতোমিরে। অঞ্চলটির রাজধানী কিয়েভ ও রণাঙ্গণ থেকে কয়েকশ মাইল দূরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাতে ভার্চুয়ালি ভাষণে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যারা ইউক্রেনের আকাশকে শত্রুমুক্ত করে গেছে তাদের কখনও জাতি ভুলবে না।

এ সম্পর্কিত আরও খবর