অবশেষে প্রিগোশিনের মৃত্যু নিয়ে নীরবতা ভাঙলেন পুতিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:52:48

প্লেন বিধ্বস্তে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নিহতের বিষয়ে নীরবতা ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি বলেছেন, প্রিগোশিন একজন মেধাবী মানুষ ছিলেন। তবে খারাপ ভাগ্য নিয়ে এসেছিলেন তিনি।

পুতিন বলেন, আমি প্রিগোশিনকে ৯০ এর দশকের গোড়ার দিক থেকে চিনতাম। তিনি একজন মেধাবী ব্যক্তি, একজন প্রতিভাবান ব্যবসায়ী ছিলেন, তিনি কেবল আমাদের দেশেই কাজ করেননি, বিদেশেও কাজ করেছেন। বিশেষ করে আফ্রিকায়।

তিনি আফ্রিকায় তেল, গ্যাস, মূল্যবান ধাতু ও পাথরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, আমি যতদূর জানি, সে গতকালই আফ্রিকা থেকে ফিরেছে। তিনি এখানে কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফেরার পথে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। তদন্ত কমিটির প্রধান আজ সকালে আমাকে রিপোর্ট করেছেন - তারা ইতিমধ্যে এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজের ১০ আরোহীর তালিকায় প্রিগোশিনের নাম ছিল। তাদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর