রাশিয়ার পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩৫

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-01 06:02:05

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে কাস্পিয়ান সাগরের উপকূলে দাগেস্তানের আঞ্চলিক রাজধানী মাখাচকালায় বিস্ফোরণটি ঘটে।

ওই বিস্ফোরণের ঘটনা মঙ্গলবার (১৫ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে নিশ্চিত করেছেন আঞ্চলিক প্রধান সের্গেই মেলিকভের।

তিনি বলেন, এলাকাটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের মতে, পেট্রোল স্টেশনের কাছে একটি গাড়ি মেরামত কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

দেশটির ইমার্জেন্সি মিনিস্ট্রি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রায় ২৬০ জন উদ্ধার কর্মী মোতায়েন করা হয়। গুরুতর আহতদের বিমানের মাধ্যমে মস্কোতে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলমান বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

ধ্বংসস্তূপ পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা।

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্স আরও জানিয়েছে, আগুন প্রায় ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছিল এবং আরও বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাশিয়ার সংবাদপত্র ইজভেস্টিয়া জানিয়েছে, পেট্রোল স্টেশনের বিপরীতে একটি গাড়ি পার্কিংয়ে আগুনের সূত্রপাত হয়েছিল।

প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণের পর জিনিসপত্র উড়ে এসে আমাদের গায়ে পড়তে থাকে। আমরা আর কিছুই দেখতে পাইনি।’

রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, গাড়ি মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়েছিল।

তদন্ত কমিটি জানায়, এ ঘটনায় সম্ভাব্য কারণ জানতে একটি ফৌজদারি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও খবর