নাইজার থেকে নাগরিকদের সরিয়ে নেবে ইউরোপীয় দেশগুলো

আফ্রিকা, আন্তর্জাতিক

ziaulziaa | 2023-09-01 22:38:11

অন্তত চারটি ইউরোপীয় দেশ নাইজার থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার গার্ড সদস্যরা ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর আজ মঙ্গলবার ইউরোপীয় দেশগুলো ওই ঘোষণা দিলো।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ‘আজ মঙ্গলবার থেকে ফ্রান্স তার নাগরিকদের এবং অন্যান্য ইউরোপীয় দেশের নাগরিকদের নাইজার থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ফরাসিরা জার্মান নাগরিকদের নাইজার থেকে তাদের ফ্লাইটের বোর্ডে নেওয়ার প্রস্তাব দিয়েছে এবং তার নাগরিকদের অফারটি গ্রহণ করার আহ্বান জানিয়েছে।’

ইতালি এবং স্পেনও দেশটি থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ‘ইতালির নাগরিকদের জন্য একটি বিশেষ ফ্লাইট থাকবে।’

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তার দেশের নাগরিকদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কথা রয়টার্সকে জানিয়েছেন।

তবে, তার দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার অপারেশন সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি।

নাইজারে অবস্থানরত ইউরোপীয় নাগরিকের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে, দেশটিতে প্রায় ৭০ জন স্পেনের এবং কমপক্ষে ৬০০ জন ফরাসি নাগরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, তাদের অনুমান ১০০ জনেরও কম জার্মান নাগরিক বর্তমানে নাইজারে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর