কিয়েভের বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তাব রুশ বাহিনীর

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:25:40

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের ভ্যাসিলকিভ শহর অভিমুখে নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। খবর বিবিসির।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ অভিযানের হালনাগাদ তথ্য জানানোর সময় তিনি কিয়েভের বাসিন্দাদের এই আহ্বান জানান।

রসিয়া ২৪ চ্যানেলে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, কিয়েভের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার ক্ষেত্রে রুশ সামরিক সদস্যরা কোনও বাধা দেবে না।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিয়া কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রস্তাব দিল। গত সোমবার মেজর জেনারেল কোনাশেনকভ একই প্রস্তাব দিয়েছিলেন। তখন তিনি কিয়েভের বেসামরিক নাগরিকদের জন্য ভ্যাসিলকিভ অভিমুখের রাস্তা উন্মুক্ত ও নিরাপদ থাকবে বলে জানান।

তবে প্রায় এক সপ্তাহ আগে শুরু হওয়া রুশ অভিযানের পর থেকেই ভ্যাসিলকিভ শহরে তীব্র গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর