বেলারুশের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 19:53:46

ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সমর্থন করার কারণে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (০২ মার্চ) ইইউর ফরাসি প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছে।

ইইউর একজন কর্মকর্তা বলেন, মিনস্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ইইউতে বেলারুশিয়ান পণ্য রফতানি বন্ধ করা। বিশেষ করে কাঠ, ইস্পাত এবং পটাসিয়াম।

খবরে বলা হয়, লুকাশেঙ্কো সরকার (বেলারুশ) সক্রিয়ভাবে রাশিয়ার অবৈধ আগ্রাসনকে সহায়তা এবং সমর্থন করছে। পুতিনের প্রতি সমর্থনের জন্য তাদেরকে অর্থনৈতিক পরিণতি অনুভব করতেই এমন পদক্ষেপ নেওয়া হলো।

এ সম্পর্কিত আরও খবর