আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি ৭-৮ মার্চ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:25:33

গণহত্যার কারণে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আবেদনের শুনানির জন্য ৭ এবং ৮ মার্চ ধার্য করা হয়েছে। আইসিজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালত জানান, ৭ এবং ৮ মার্চ গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলায় গণশুনানি হবে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে। রাশিয়াকে অবশ্যই তার আগ্রাসন ও গণহত্যার জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে।’

এর আগে ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করে দেশটি।

এ সম্পর্কিত আরও খবর