সংঘাতে জড়াতে চায় না ন্যাটো

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:57:11

মস্কোকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো কিয়েভকে সমর্থন করার জন্য সেখানে সেনা বা যুদ্ধবিমান পাঠাবে না। কারণ তারা সংঘাতের অংশ হতে চায় না।

রাশিয়ার হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে রাশিয়ার সমস্ত বাহিনী প্রত্যাহার করা উচিত।

মঙ্গলবার (০১ মার্চ) পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে বৈঠকের পর ন্যাটো প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না।

রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করার পাশাপাশি রাশিয়াকে কূটনৈতিক সমাধানে যেতে হবে।

এ সম্পর্কিত আরও খবর