রাশিয়া ও ইউক্রেনের আলোচনার স্থান প্রস্তুত: বেলারুশ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:34:12

ইউক্রেন ও রাশিয়ান প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি স্থান প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ। খবর বিবিসির।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো কিয়েভে আগ্রাসন চালাতে সেনা পাঠাতে প্রস্তুত বলে খবর বেরোয়। তার পরেও ইউক্রেন-বেলারুশ সীমান্তের কাছের একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে রাজি হয়েছে কিয়েভ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে। দুই দেশের প্রতিনিধিদলের আগমন প্রত্যাশা করা হচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেছেন, প্রতিনিধিদল বৈঠকস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আলোচনায় কোনো ফলাফল আসবে না বলে তিনি মনে করেন। তবে তাদের চেষ্টা করতে দিতে চান তিনি।

এ সম্পর্কিত আরও খবর