ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, তবে বেলারুশে নয়

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 06:08:59

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছেছে রুশ প্রতিনিধি দল। কিন্তু বেলারুশে আলোচনা করতে রাজি নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে বেলারুশে নয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্স জানায়, ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত বলে তিনি তা প্রত্যাখান করেছেন।

জেলেনস্কি টুইটবার্তায় জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকে করতে চান তিনি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি প্রশাসনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি দল বেলারুশের শহর গোমেলে পৌঁছেছে।

ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া বেলারুশে কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছিল এবং কিয়েভ মস্কোর বিরুদ্ধে দেশটিকে আক্রমণের জন্য মঞ্চ হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে।

এ সম্পর্কিত আরও খবর