ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে রুশ প্রতিনিধি দল

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:33:34

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছেছে রুশ প্রতিনিধি দল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দিমিত্রি পেসকভ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি প্রশাসনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত দলটি বেলারুশের শহর গোমেলে পৌঁছেছে। আমরা আলোচনা শুরু করার জন্য প্রস্তুত।

বেলারুশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য গোমেলে রাশিয়ান প্রতিনিধিদলের আগমন নিশ্চিত করে বলেছে, মিনস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ সরকার আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফের অগ্রসর হতে শুরু করে রুশ সেনারা।

এ সম্পর্কিত আরও খবর