‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বজুড়ে সংঘাতের কারণ হতে পারে’

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 12:40:10

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে পূর্ব ইউরোপসহ সারা বিশ্বে সংঘাত সৃষ্টি হতে পারে।

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে এই সতর্কতা প্রদান করেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

ট্রাস বলেন, আমরা সবচেয়ে খারাপ সময়ের সম্মুখীন হচ্ছি। কারণ রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী স্কাই নিউজকে বলেন, ইউক্রেনে যদি আগ্রাসন হয়, তবে রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য ব্যাপক ক্ষতি হবে এবং এটি ইউরোপের স্থিতিশীলতাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। যা বিশ্বের জন্য খুবই বিপজ্জনক।

এদিকে, ওয়াশিংটন এবং তার মিত্ররা হুঁশিয়ারি দিয়েছে যে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন রয়েছে। এর ফলে যেকোনো সময় বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া। সম্ভাব্য রুশ সামরিক অভিযানের আশঙ্কা থেকে নিজেদের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়তে বলা হয়।

তবে পুতিন সম্ভাব্য সামরিক হুমকির পশ্চিমা দাবির নিন্দা করে বলেছেন, এটি উসকানিমূলক।

এ সম্পর্কিত আরও খবর