ইউক্রেন সংকট: রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:31:36

ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

সোমবার (০৭ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ সফরে যেতে পারেন।

রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের পর ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক অভিযান নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা। তবে মস্কো অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে সংকট নিরসনে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনকে সদস্য না করা ও পূর্ব ইউরোপে জোটের সামরিক উপস্থিতি কমিয়ে আনাসহ একাধিক দাবি তুলেছে মস্কো। পশ্চিমা দেশগুলো রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে মস্কোকে।

আজ রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মাখোঁ ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে ‘নতুন একটি ভারসাম্যের’ কথা বলেছেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি কোনো আলোচনার বিষয় নয়।

এ সম্পর্কিত আরও খবর