ইউক্রেন সংকট: রাশিয়ার ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 13:42:02

সময় যত যাচ্ছে, রাশিয়া-ইউক্রেন উত্তেজনার পারদ ততই বাড়ছে। চলেছে নানা বিশ্লেষণ। ইউক্রেনে হামলা চালালে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে। এমন আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে । আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশটিতে আক্রমণ করে বসতে পারে মস্কো।

রোববার (০৬ জানুয়ারি) বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তবে, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই মার্কিন কর্মকর্তা তাঁদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কর্মকর্তারা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন কিনা এ বিষয়ে স্পষ্ট নন। তবে এ সংকট উত্তরণে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে জানিয়েছেন তারা।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ১ লাখ সৈন্য রয়েছে বলে জানা গেছে। তবে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে মস্কো।

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটলে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত খুব সহজে সামরিক সরঞ্জাম বিভিন্ন জায়গায় নেওয়ার সুযোগ পাবে রাশিয়া। কারণ, ওই সময়ে তীব্র ঠাণ্ডায় রাস্তা ঘাট জমে শক্ত হয়ে যাবে।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করলে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। তারা আরও ধারণা করছেন আক্রমণের কয়েক দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে। এবং লাখ লাখ লোক পালিয়ে যাওয়ার কারণে ইউরোপে শরণার্থী সংকট তৈরি করতে পারে।

এদিকে, এই অঞ্চলে ন্যাটোকে শক্তিশালী করার জন্য পোল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রেশো শহরে প্রথম সেনা দলটি পৌঁছায়। 

এ সম্পর্কিত আরও খবর