বরিসের পদত্যাগ চেয়েছেন আরেক আইনপ্রণেতা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:29:15

লকডাউনের মধ্যেই শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায় বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা নিক গিব।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা নিক গিব বলেন, করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে আমরা এবং বিশ্ব নতুন মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। সেখানে ডাউনিং স্ট্রিট স্পষ্টভাবে সেই নিয়মগুলো উপেক্ষা করেছে।

তবে সংস্কৃতি সচিব নাদিন ডরিস জোর দিয়ে বলেছিলেন একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ কনজারভেটিভ এমপি জনসনকে সমর্থন করেছেন।

এদিকে, ডেইলি মিরর প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনের সমাবেশে জনসনের বিয়ার ধরার একটি ছবি কোভিড লঙ্ঘন তদন্তকারী পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী ব‌রিস জনস‌নের পাঁচ উপ‌দেষ্টা একে একে পদত্যাগ করেন। সর্বশেষ শুক্রবার অপরা‌হ্নে পদত্যাগ ক‌রেন এলেনা নারোজান‌স‌কি। মাত্র একদিনের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিটের উপদেষ্টাদের এই পদত্যাগে রাজনী‌তিতে নতুন নাটকীয়তার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ সম্পর্কিত আরও খবর