রাশিয়াকে যুদ্ধে টানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: পুতিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 07:32:48

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে টানার চেষ্টা করছে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে প্রথমবার কোনও মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন,আমেরিকার লক্ষ্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে একটি সংঘর্ষকে ব্যবহার করা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপে ন্যাটো জোটের বাহিনী নিয়ে রাশিয়ার উদ্বেগ উপেক্ষা করছে।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া ট্যাংক, কামান, গোলাবারুদ এবং আকাশ সক্ষমতার সবকিছুই ইউক্রেন সীমান্তে জড়ো করেছে। পশ্চিমারা অভিযোগ তুলেছে ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে।

রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের অধিভুক্ত করেছে প্রায় আট বছর আগে। পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে মস্কো। রাশিয়ার অভিযোগ পূর্বাঞ্চলে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইউক্রেন সরকার।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, রাশিয়া হামলা চালালে শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে না - এটি হবে ইউরোপে একটি যুদ্ধ।

মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আলোচনার পর পুতিন বলেন, আমার কাছে মনে হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন নয়... তবে রাশিয়ার উন্নয়নকে আটকে রাখাই হচ্ছে তাদের প্রধান কাজ। এই বিবেচনায় ইউক্রেন কেবল তাদের এই লক্ষ্যে পৌঁছানোর হাতিয়ার।

এ সম্পর্কিত আরও খবর