রাষ্ট্রীয় মর্যাদায় ডেসমন্ড টুটুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 20:35:40

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শনিবার (০১ জানুয়ারি) কেপটাউনের সেন্ট জর্জ'স অ্যাংলিকান ক্যাথেড্রালে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা গত ২৬ ডিসেম্বর ৯০ বছর বয়সে মারা যান।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা টুটুকে জাতির আধ্যাত্মিক পিতা হিসেবে বর্ণনা করেছেন।

মৃত্যুর আগে টুটু বলেছিলেন, আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাতে বিশাল কোনও ব্যয় না হয়।

অন্ত্যেষ্টিক্রিয়ায় সেন্ট জর্জ'স অ্যাংলিকান ক্যাথেড্রালে জড়ো হয়েছিল তার পরিবার, বন্ধুবান্ধব এবং রাজনীতিবিদরা। তবে করোনা বিধিনিষেধের কারণে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

টুটুর স্ত্রী লেয়া একটি বেগুনি রংয়ের শাল গায়ে জড়িয়ে হুইলচেয়ারে বসেছিলেন।

১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গরা গায়ের রঙের ভিত্তিতে মানুষকে আলাদা করে যে বৈষম্যের শাসন জারি রেখেছিল, তার বিরুদ্ধে আন্দোলনের পেছনের অন্যতম চালিকাশক্তি।

এ সম্পর্কিত আরও খবর