ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে: ফরাসি প্রধানমন্ত্রী

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 16:22:25

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন ইউরোপে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে। ফলে আগামী বছরের শুরুতে সাউথ আফ্রিকান এই ধরন ফ্রান্সে মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।

শুক্রবার (১৭ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে সর্বোচ্চ ওমিক্রনে শনাক্ত হয়েছে প্রায় ১৫ হাজার মানুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য এখন পর্যন্ত এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেশটিতে ৯৩ হাজারের বেশি করোনায় শনাক্তের খবর পাওয়া গেছে। সংক্রমণের বিস্তার রোধে দেশটি থেকে ফ্রান্স ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে ফরাসি সরকার।

ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় একইদিন নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জার্মানিতেও অতিরিক্তি বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার জার্মানিতে করোনায় শনাক্ত হয়েছে ৫০ হাজার মানুষ।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ বলেন, ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় দেশকে অবশ্যই একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

এ সম্পর্কিত আরও খবর