ওমিক্রন ঠেকাতে যুক্তরাজ্যে ‘প্ল্যান বি’

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 12:05:56

আফ্রিকান ভ্যারিয়্যান্ট ওমিক্রন ঠেকাতে ‘প্ল্যান বি’ কার্যকর করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনসন। আগামী সোমবার থে‌কে এটি কার্যকর হ‌বে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব‌রিস জনসন দেশটির মানুষজনকে সম্ভব হলে বাসায় থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক হতে যাচ্ছে।

আগামী সপ্তাহ থেকে নাইটক্লাব এবং বড়সড় আয়োজনে যোগ দিতে হলে কোভিড পাস দেখাতে হবে।

সরকার বাড়তি কিছু কোভিড নির্দেশনার পরিকল্পনা করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি কিন্তু লকডাউন নয়, এটি হচ্ছে প্ল্যান-বি। প্রয়োজন অনুযায়ী কড়াকড়ির মাত্রা বাড়ানোর কথা বলেছেন বরিস জনসন।

ব‌রিস জনসন বলেন, ওমিক্রন সম্পর্কে আমাদের আরও জানতে হবে। সামনে হয়তো আরও পরিষ্কার চিত্র পাওয়া যাবে। এটি হয়তো হাসপাতালে ভর্তি এবং দুঃখজনকভাবে মৃত্যুর সংখ্যাও অনেক বাড়িয়ে তুলতে পারে।

তিনি বলেন, নতুন এই ধরনটি ডেল্টার তুলনায় অনেক দ্রুত ছড়াচ্ছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, আড়াই থেকে তিন দিনে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর