কাশ্মীরে মানবাধিকার কর্মী গ্রেফতার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:23:27

সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিশিষ্ট মানবাধিকারকর্মী খুররম পরভেজকে গ্রেফতার করা হয়েছে। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভির।

সোমবার (২২ নভেম্বর) জম্মু-কাশ্মীর থেকে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তাকে গ্রেফতার করে।

খুররম পারভেজের বিরুদ্ধে ‘সন্ত্রাসীদের অর্থায়ন’ ও ‘ষড়যন্ত্রে’র অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) এনআইএ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে খুররম পারভেজের বাড়িতে ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে, গ্রেফতারের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।

কাশ্মীরের প্রখ্যাত এই মানবাধিকার কর্মীকে গ্রেফতারের পর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ এবং তার মুক্তির দাবি উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট এবং অন্যরা এই গ্রেফতারকে ‘মানবাধিকারকর্মীদের কণ্ঠরোধ ও শাস্তি দেওয়ার’ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

পারভেজ দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের কট্টর সমালোচক। কাশ্মীরভিত্তিক খুররমের বেসরকারি সংস্থা জম্মু কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোস্যাইটি (জেকেসিসিএস) অতীতে উপত্যকায় মানবাধিকারের লঙ্ঘন এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের খতিয়ান বেশ কয়েকটি প্রতিবেদনে তুলে ধরে।

এ সম্পর্কিত আরও খবর