কৃষক হত্যার অভিযোগে ভারতে মন্ত্রীর ছেলে গ্রেফতার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 18:31:51

কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চার কৃষক ও এক সাংবাদিকসহ নয়জনকে হত্যার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল বলেছেন, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দিনভর জিজ্ঞাসাবাদের পর শনিবার (০৯ অক্টোবর) আশিস মিশ্রকে আটক করে হেফাজতে রাখা হয়েছে।

কৃষক নেতারা অভিযোগ করেছেন, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে রোববার (৩ অক্টোবর) লখিমপুর খেরি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চার কৃষক ও এক সাংবাদিকসহ নয়জন মারা যায়।

তবে জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র দাবি করেন, তার ছেলে এই ঘটনার সময় গাড়িতে ছিল না। তবে তার ড্রাইভার চালিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এঘটনা ঘটিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর