ভবানীপুরে রেকর্ড জয়, মমতাই থাকছেন মুখ্যমন্ত্রী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:45:38

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা। মমতা ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। গণনা যত এগোয়, মমতার ভোটের ব্যবধান তত বাড়ে।

মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততেই হতো। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে অবশ্য কোনও সংশয় ছিল তৃণমূল শিবিরের। তাদের চিন্তা ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। সেখানে রেকর্ড জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে, একুশের বিধানসভা অর্থাৎ এপ্রিলের ভোটের তুলনায় এবার ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে কম। ভোটদানের হার ৫৭ শতাংশের কিছু বেশি। চলতি বছর ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

এ সম্পর্কিত আরও খবর