ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের করোনা শনাক্ত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 16:53:04

দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

শনিবার (১৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

এবিষয়ে সাজিদ জাভিদ বলেছেন, শুক্রবার রাতে অস্বস্তি লাগায় তিনি করোনার একটি র‍্যাপিড টেস্ট করিয়েছেন। এই পরীক্ষায় পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।

শুক্রবার (১৬ জুলাই) দেশটিতে চলতি বছরের জানুয়ারি পর প্রথমবারের মতো একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ায় এখনও পর্যন্ত আমার লক্ষণগুলি খুব হালকা।

তিনি আরও বলেন, এখনো যারা টিকা নেননি তাদের অনুরোধ করবো তাড়াতাড়ি টিকা নেন।

লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।

এ সম্পর্কিত আরও খবর