জার্মানিতে বন্যায় নিহত ৩৩, নিখোঁজ বহু

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 15:45:28

জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে।

স্থানীয় সময় বুধবার (১৪ জুলাই) রাতে জার্মানির একাধিক প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ জুলাই) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বন্যার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের আরভেইলার জেলায়, যেখানে ভবন এবং গাড়ি ভেসে গেছে।

প্রতিবেশী দেশ বেলজিয়ামে আরও অন্তত ছয় জন মারা গেছে।

দেশটির পুলিশের এক মুখপাত্র বলেন, অনেক মানুষ অবস্থান নিয়েছে বাড়ির ছাদে। তবে সেখানে মোট কতজন অবস্থান করছে, তা এখনো পরিষ্কার নয়। অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে, শেষ হলে প্রকৃত অবস্থা জানা যাবে। আটকা পড়া বাসিন্দাদের সহায়তার জন্য হেলিকপ্টার এবং কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে।

রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের প্রধান মালু ড্রায়ার প্রধান, বন্যাকে বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে বন্যার কারণে রাইন নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাধা পড়েছে স্থানীয় রেল, সড়ক ও নৌ যোগাযোগব্যবস্থাতে। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রদেশের ভুলকানাইফেল জেলায়।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। বৈঠকের আগে এই খবরে হতভাগ হয়েছেন তিনি।

দুর্যোগের কারণে জার্মানির পশ্চিমাঞ্চলে বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর