জেনেভায় বাইডেন-পুতিন বৈঠক শুরু

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 08:19:12

উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক শুরু হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৬ জুন) জেনেভার স্থানীয় সময় বেলা ১টায় বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠক শুরু হয়। ধারণা করা হচ্ছে, বহুল প্রত্যাশিত এই বৈঠক চার ঘণ্টা কিংবা তার অধিক সময় ধরে চলতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছেন। তাঁদের এই বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমে জোর আলোচনা চলছে।

বাইডেন-পুতিন এমন একসময় বৈঠকে বসছেন, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলে উভয় পক্ষই স্বীকার করেছে। দেশ দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

বৈঠক শুরুর আগে বাইডেন ও পুতিনকে পাশে নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে পারমেলিন বলেন, আশা করছি এই বৈঠক ফলপ্রসূ হবে। উভয় দেশেই এতে লাভবান হবে। জেনেভা পৃথিবীর শান্তির শহর। আশা করছি এখান থেকে বিশ্বশান্তির জন্য কিছু বের হয়ে আসবে।

সাংবাদিকরা বাইডেন ও পুতিন উভয়কে প্রশ্ন করার চেষ্টা করলেও কেউ উত্তর দেয়নি বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর