সু চি’র বিরুদ্ধে এবার রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের মামলা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-16 10:20:10

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে নতুন মামলা দায়ের করেছে সেনা সরকার। রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উপনিবেশিক আমলের এই আইনে দায়ের করা মামলাটিতে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সু চির আইনজীবী খিন মং জাও।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ তার মন্ত্রিসভার তিন ক্ষমতাচ্যুত সদস্য এবং আটক হওয়া অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টা সিন টার্নেলের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়। এই মামলায় সু চিকে যুক্ত করা হয়েছে। এই আইনে দণ্ডিত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এর আগে সু চির বিরুদ্ধে এর আগে অবৈধভাবে রেডিও আমদানি ও করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নোবেলজয়ী রাষ্ট্রনেতা অং সান সুচি ও তার দলের বেশ কয়েকজনকে। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের হিসেব অনুযায়ী দেশটির বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩৬ জন।

এ সম্পর্কিত আরও খবর