মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বছরের শিশু নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:47:59

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে খিন মিয়ো চিট নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে মঙ্গলবার (২৩ মার্চ) মান্দালে শহরে বাড়িতেই বাবার কোলে বসে খেলছিল শিশুটি। হঠাৎ ছুটে আসা ঘাতক বুলেটের আঘাতে মুহূর্তেই লুটিয়ে পড়ে খিন মিয়ো ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ঘরের ভেতরে থাকা মেয়েটির বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। গুলিটি বাবার কোলে বসে থাকা মেয়েটির শরীরে লাগে।

সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী বলছে, দেশটিতে বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) বলছে, এ পর্যন্ত কমপক্ষে ২৬১ জন নিহত হয়েছে।

সেনাবাহিনী বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তবে বিক্ষোভকারীরা দেশে অরাজকতা সৃষ্টি করছে বলে তারা অভিযোগ তুলেছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সহিংসতা ও অরাজকতার জন্য অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা দায়ী।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান শুরু হয়েছে। দেশটির নেত্রী অং সান সু চিসহ বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। এরপর থেকেই ইয়াঙ্গুন, মান্দালেসহ বিভিন্ন শহরে জান্তাবিরোধী বিক্ষোভ চলছে। জান্তার দমন–পীড়নের মুখেও বিক্ষোভ চলছে।

এ সম্পর্কিত আরও খবর