মুক্তি পেলেন মিয়ানমারে আটক বিবিসির সাংবাদিক

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 22:22:00

মিয়ানমারে আটক হওয়া যুক্তরাজ্যভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক অং থুর মুক্তি পেয়েছেন। গত ১৯ মার্চ দেশটির রাজধানী নেপিডোর আদালত প্রাঙ্গণের বাইরে থেকে বিবিসির বার্মিজ সার্ভিসের এই সাংবাদিককে ধরে নিয়ে সাদা পোশাকের লোকজন।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ৪০ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। এসময় সামরিক বাহিনী পাঁচটি মিডিয়া সংস্থার লাইসেন্সও বাতিল করে দিয়েছে।

গত শুক্রবার বিবিসির সাংবাদিক অং থুরার সঙ্গে আটক হন স্থানীয় সংবাদমাধ্যম মিজিমার প্রতিবেদক থান হ্লটিক অং। এই মাসের শুরুতে মিজিমার লাইসেন্স প্রত্যাহার করে নেয় সেনা সরকার।

এই সাংবাদিকদের আটক করা ব্যক্তিরা একটি গাড়িতে করে ঘটনাস্থলে আসে আর তাদের পরিচয় জানতে চায়। এরপর থেকে নিজেদের প্রতিবেদকের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বিবিসি।

সোমবার (২২ মার্চ) তার মুক্তির বিষয়ে নিশ্চিত হয়েছে বিবিসি, কিন্তু এর চেয়ে বেশি কিছু জানতে পারেনি।

জাতিসংঘের হিসেব অনুযায়ী মিয়ানমারে চলমান বিক্ষোভে কমপক্ষে ১৪৯ জন নিহত হয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যাটি অনেক বেশি বলে মনে করা হচ্ছে। মিয়ানমারের অন্যতম রক্তক্ষয়ী দিন ছিলো গত ১৪ মার্চ। ওই এক দিনেই ৩৮ বিক্ষোভকারী নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর