আফগানিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ তিনজন নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 09:49:37

আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ বলেন, রাস্তার পাশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় গাড়ির চালক ও এক শিশু মারা যায়। এসময় আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচ বেসামরিক নাগরিক।

দ্বিতীয় বিস্ফোরণটি দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের জনাকীর্ণ মার্কেটে ঘটেছে। মার্কেটে রাখা বোমার বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এঘটনায় দুই পুলিশসহ ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন হেলমান্দ প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ জামান হামদার্ড।

কোনও গোষ্ঠী তৎক্ষণাত এই হামলার জন্য দায় স্বীকার করেনি। আফগান পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এঘটনার তদন্ত চলছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে তিনটি পৃথক বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী, বেসামরিক-সরকারি কর্মচারী, সাংবাদিক এবং সমাজকর্মীদের লক্ষ্য করে রাজধানী কাবুলে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

এ সম্পর্কিত আরও খবর