১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সু চি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 21:13:16

১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। প্রাথমিকভাবে প্রত্যাশা অনুযায়ী সোমবার (১৫ ফেব্রুয়ারি) সু চিকে আদালতে হাজির করার কথা থাকলেও তার আইনজীবীরা জানিয়েছেন ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অং সান সু চিকে দেখার জন্য তার আইরজীবীরা আমরা পাওয়ার অব অ্যাটর্নির চিঠি জমা দিয়েছে এবং জেলা জজের সাথে আলোচনা করেছে।

আইনজীবী খিন মাউং জাও সাংবাদিকদের বলেন, তিনি এখনও আইনটির সাথে সামঞ্জস্য রেখে সু চিকে দেখার চেষ্টা করছেন।

তিনি বলেন, আদালতে অং সান সু চি’র প্রাথমিক উপস্থিতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চিসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটির লাখো নাগরিক বিক্ষোভ শুরু করেছেন।

এদিকে সোমবার জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণে শিগগিরই নতুন নির্বাচন আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বর্তমান শাসক ও সেনাপ্রধান মিন অং হ্লাইং। সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ যখন ক্রমেই কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে, তখনই এমন ঘোষণা দিলেন মিন অং।

এ সম্পর্কিত আরও খবর