সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:18:07

মিয়ানমারে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের পর ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দেশটির সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাংয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

মিয়ানমারে সেনা টহল জোরদার

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা সম্পূর্ণ ভারসাম্য ও ন্যায়বিচারের সাথে সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র সম্পাদন করব।

এতে আরও বলা হয়েছে, একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এবং জরুরি বিধানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ক্ষমতা স্থানান্তর করা হবে।

মিয়ানমারে সেনা টহল জোরদার

সামরিক জান্তাদের দাবি গত বছরের ৮ নভেম্বরের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮৩ শতাংশ আসন পায়। যাতে ব্যাপক কারচুপি করা হয়েছিল। যে ভোটের ফলাফল মেনে নেয়নি সামরিক বাহিনী। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

উল্লেখ্য, সোমবার সকালে সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে অভ্যুত্থান ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর