ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন ফিলিপাইনে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 14:21:39

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ফিলিপাইন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ফিলিপাইনের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই টিকার অনুমোদন দিয়েছে।

ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। ফাইজারের টিকা ফিলিপাইনে অনুমোদিত প্রথম ভ্যাকসিন।

এফডিএর প্রধান রোলান্ডো এনরিক ডমিংগো বুধবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন, চীনের সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের জন্যও আবেদন করা হয়েছে দেশটির নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়। ৮ ডিসেম্বর দেশটিতে এই টিকার প্রয়োগ শুরু হয়।

পরে যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সৌদি আরব, ইউরোপীয় দেশগুলোসহ বিশ্বের আরও কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়ে তার প্রয়োগ শুরু করে।

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও খবর