চাঁদের পাথর-মাটি নিয়ে ফিরেছে চীনের চন্দ্রযান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:02:37

চাঁদ থেকে পাথর ও মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চীনের চ্যাং’ই-৫ মহাকাশযান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চ্যাং’ই-৫ মঙ্গোলিয়ায় অবতরণ করে।

গত ২৩ নভেম্বর লং মার্চ ৫ রকেটের মাথায় করে চারটি মূল মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চ্যাং’ই-৫। ২৮ নভেম্বর চাঁদের কক্ষপথের মিশনে প্রবেশ করে মহাকাশযানটি। ডিসেম্বরের ১ তারিখে চাঁদে অবতরণ করে ল্যান্ডার এবং আরোহণ করে যানটি।

যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা চন্দ্রাভিযানের ৪০ বছরের বেশি সময় পর তৃতীয় কোনো দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল।

নতুন নমুনাগুলো ভূতত্ত্ব এবং পৃথিবীর উপগ্রহের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।

ক্যাপসুলটি অবতরণের পর দ্রুত সেখানে যায় উদ্ধারকারী দল। এর আগে ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ক্যাপসুলটির অবস্থান চিহ্নিত করা হয়।

সফল এই চন্দ্রাভিযানকে চীন মহাকাশে তাদের ক্রমবর্ধমান সক্ষমতার আরেকটি উদাহরণ। এসইউভিতে অনুসরণকারী দল মডিউলটির পাশের তুষার আচ্ছাদিত তৃণভূমিতে একটি চীনা পতাকা লাগিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর