শ্রীলঙ্কার নির্বাচনে বড় জয় পেয়েছে রাজাপাকসে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 15:36:20

শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়েছে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি)।

গত বছরের নভেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করা রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভাইদের দল, শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট সাংবিধানিক পরিবর্তনগুলো আনার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ‘সুপার সংখ্যাগরিষ্ঠ’ পেয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দলটি ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি, আর তাদের জোট থেকে আরও পাঁচটি আসন জিতেছে।

মাহিন্দা রাজাপাকসেকে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন।

বিতর্কিত রাজাপাকসে পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। মাহিন্দা রাজাপাকসে এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।

করোনাভাইরাস মহামারি থাকা সত্ত্বেও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশ নির্বাচন করেছে। ভাইরাসটির কারণে ইতিমধ্যে দুবার ভোট স্থগিত করা হয়েছিল শ্রীলঙ্কায়।

দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু তুলনামূলকভাবে অন্য সব দেশের চেয়ে ভালো অবস্থানে। শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,৮৮৯ জন এবং ১১ জন মারা গেছে।

এ সম্পর্কিত আরও খবর